Final Image:
আজ আপনাদের শেখাবো কি করে ফটোশপ দিয়ে প্লাষ্টিক টেক্সট তৈরি করতে হয়।
তো চলুন শুরু করে দেই।
একটি নতুন ডকুমেন্ট তৈরী করুন যয 500x320 পিক্সেলের।
Gradient tool সিলেক্ট করুন এবং Radial Gradient নিন।
Forground কালার #525252 সিলেক্ট করুন এবং background কালার #0d0d0d সিলেক্ট করে
ডকুমেন্টের ব্যকগ্রাউন্ডে কালার ফিলল করুন।
Filter ম্যনুতে গিয়ে >> Noise >> Add Noise.এ ক্লিক করুন।
amount 5% দিন, Distribution to Uniform আপশনে ক্লিক করুন,এবং Monochromatic box এ টিক মার্ক দিন।
একটি লেখা লিখুন এবং লেখাটি #ffeb0f রং এ ফিল করুন।এখানে আমি ফন্ট ব্যবহার করেছি Impact,320 pt সাইজ,এবং smooth সিলেক্ট করেছি।
Layer ম্যনুতে গিয়ে >> Layer Style>> Drop Shadow তে ক্লিক করুন।
ছবিতে দেয়া মত ভ্যলু দিন,ওকে করুন।
Layer ম্যানুতে গিয়ে>>Layer Style>>Inner Shadow.তে ক্লিক করুন।
ছবিতে দেয়া মত ভ্যলু দিন।
Layer ম্যনুতে গিয়ে >>Layer Style>> Bevel and Emboss এ ক্লিক করুন।
ছবিতে দেয়া মত ভ্যলু দিন।
Bevel and Emboss এর নিচে Contour এ ক্লিক করুন এবং শুধু Anti-aliased box এ টিক মার্ক দিন।
ব্যস হয়ে গেল আপনার প্লাস্টিক টেক্সট তৈরী করা।
Tuesday, July 26, 2011
Plastic Text Effect
5:16 AM
Admin
No comments
0 comments:
Post a Comment